মোঃ আলমগীর টেকনাফঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ হোয়াইক্যং এলাকার খলিলকে আটক করেছে। আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। জানা যায়, গত ১৭ এপ্রিল রাত পৌনে ৮টারদিকে নবগঠিত র্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং বাজারস্থ মেসার্স মায়ের দোয়া দোকানের পার্শ্বে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন এলাকার সাহাব উদ্দিনের পুত্র মোহাম্মদ খলিল (২৪) কে ৯ হাজার পিস ইয়াবাসহ হাতে-নাতে ধৃত করে। জিজ্ঞাসাবাদে আটক খলিল মাদক ব্যবসায় জড়িত থাকার সত্যতা স্বীকার করে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৫লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।