ডেইলি টেকনাফ ডেস্ক :: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ভূমিসেবা সহজিকরণ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২৭আগস্ট বিকাল ০৩ঘটিকায় উপজেলা ভূমি অফিস টেকনাফ এর অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সহজীকরণের লক্ষ্যে ভূমি সেবা প্রত্যাশীদের অংশগ্রহনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
ভূমি সেবা সহজিকরণ করার লক্ষ্যে জনগনের মতামত, অভিযোগ ও পরামর্শ সরাসরি জানতে এ গণশুনানির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আবুল মনসুর, উপজেলা নির্বাহী অফিসার মোঃসাইফুল ইসলাম সাইফ,উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আয়োজিত এ গণশুনানিতে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান কতৃপক্ষ।
উল্লেখ্য প্রতি বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা ভূমি অফিস টেকনাফে গণশুনানি অনুষ্ঠিত হবে।
জানা যায় – ভূমি বিষয়ক যেকোনো সমস্যা, অভিযোগ, ও পরামর্শের জন্য সহকারী কমিশনার ( ভূমি) , টেকনাফ এর অফিস আপনার জন্য সকল সময় উন্মুক্ত থাকবে।