(চলতি মাসেই বিভিন্ন ইউনিটের সম্মেলন)
ডেইলি টেকনাফ ডেস্ক :::
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে বিভিন্ন ইউনিটের অসমাপ্ত সম্মেলন সমাপ্ত করার লক্ষ্যে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ ফেব্রুয়ারি দুপুর ২:৩০টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তে এ বর্ধিত অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গণি, গোলাম সোবহান, এমএ জহির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ, মোশতাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মইনুল হোসেন চৌধুরী, হাফেজ উল্লাহ, দপ্তর সম্পাদক বদিউল আলম, উপ দপ্তর সম্পাদক মো. ইউসুফ ভুট্টো, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খোকন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক নবী হোসাইন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক নজির আহমদ সীমান্ত, মো. হোছন মেম্বার, সাংগঠনিক ইউনিয়ন শাহপরীরদ্বীপের সভাপতি আলহাজ্ব সোনা আলী, সাধারণ সম্পাদক মনির উল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, হোয়াইক্যং ইউনিয়নের আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, যুগ্ন আহ্বায়ক মাস্টার ফরিদুল আলম, বাহারছড়া ইউনিয়ন আহ্বায়ক নুরুল হক, যুগ্ন আহ্বায়ক সাইফুল্লাহ কোম্পানি, টেকনাফ সদরের আহ্বায়ক ডা. নুর মোহাম্মদ গনি, সাধারণ সম্পাদক গুরা মিয়া, সাবরাং সভাপতি মোহাম্মদ জামাল, সাধারণ সম্পাদক ছব্বির আহমদ, সেন্টমার্টিন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমূখ।
এতে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বরত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় যে, আগামী ১১ ফেব্রুয়ারি টেকনাফ সদর, ১৪ ফেব্রুয়ারি বাহারছড়া, ১৫ ফেব্রুয়ারি হোয়াইক্যং, ১৭ ফেব্রুয়ারি সাবরাং, ২৭ ফেব্রুয়ারি শাহপরীরদ্বীপ ইউনিয়ন ও ২৮ ফেব্রুয়ারি পৌরসভার সম্মেলনের দিনক্ষণ ধার্য করা হয়।