ডেইলি টেকনাফ ডেস্ক :: স্বেচ্ছাসেবি সংগঠন মানসিক রোগিদের তহবিল( মারোত) আজ ২২ আগস্ট ২০২০ ইং শনিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মানসিক রোগিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে। নিজের আত্মতৃপ্তি ও উপলব্ধি থেকেই মানসিক রোগিরদের জন্য এ ধরনের আয়োজন করেন তিনি।
মারোতের অত্যন্ত শুভাকাঙ্খী ও মানসিক রোগিদের প্রতি সদয়, নিবেদিত এই কর্মকর্তা বলেন মানসিক রোগিরাও যে বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ তা মারোতের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। একটু সহায়তা ও সহানুভূতি পেলে মানসিক রোগিরাও সুস্থ হয়ে স্বজনের কাছে পৌঁছাতে সক্ষম হবে। তিনি আরো বলেন, পৃথিবীতে কোন মানুষই তুচ্ছ নয়।প্রত্যেকেরই সাবলীল ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।
একটু পরিচর্যা একটু সহযোগিতা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি ভবিষ্যতে মারোতের পাশে থেকে মানসিক রোগিদের কল্যাণে সহায়তার আশ্বাস দেন।শুরুতে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। এরপরই মারোতের নিরলস কর্মিরা খুঁজে খুঁজে পাগলদের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেয়।
খাদ্যসংকটের এইদিনে এক প্যাকেট খাবার মানসিক রোগিদের কাছে কতো যে প্রয়োজন তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এ সময় উপস্থিত ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। সংগঠনের সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া’ র সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের আলোচনায় বক্তারা দেশ গঠনে ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান দৃঢ় চিত্তে তুলে ধরেন। বিতরণ কালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারোতের উপদেষ্টা সাইফুল হাকিম, সাধারন সম্পাদক রাজু পাল, জয়েন্ট সেক্রেটারী মোঃ মোবারক হোসেন ভূঁইয়া,আই সি টি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সদস্য কামাল হোসেন, একরাম , বন্ধু হারুন ও মুন্না প্রমুখ।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর মতো বিশেষ দিবসে মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করতে পেরে মারোত অত্যন্ত গর্ব বোধ করে। সুষ্ঠু ভাবে খাবার বিতরণ সম্পন্ন করায় সংগঠনের সভাপতি আবু সুফিয়ান মুঠোফোনে সবাইকে ধন্যবাদ জানান।