নিউজ ডেস্কঃ-
টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি জনাব নুরুল আলম চেয়ারম্যান সহ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মৌলানা ফেরদৌস আহমেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি গত কাল চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সকাল ১১.০০ ঘটিকার সময় শপথ গ্রহণ করেন।
একই সাথে কক্সবাজার জেলার ৭ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়(কক্সবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ব্যতীত)।
শপথ অনু্ষ্ঠান শেষে টেকনাফ উপজেলাকে একটি মাদক, জঙ্গি, মানবপাচার ও সন্ত্রাস মুক্ত মডেল উপজেলা করার অঙ্গিকার ব্যক্ত করেন টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম।উল্লেখ্য গত ২৪শে মার্চ /২০১৯ইং অনুষ্ঠিত টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে ৩৭২৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম। এছাড়া তালা প্রতীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মৌলানা ফেরদৌস আহমেদ ও ফুল প্রতীকে দ্বিতীয় বারের মতো পুনরায় মহিলা চেয়ারম্যান নির্বাচিত হন তাহেরা আকতার মিলি।