||মিজানুর রহমান মিজান।||
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মঙ্গলবার তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বিকালে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী দলের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান।
মনোনয়নপত্র দাখিল পরবর্তী এক প্রতিক্রিয়ায় সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বলেন, আমি জনগনের দোয়া,ভালবাসা ও সমর্থনে মনোনয়নপত্র দাখিল করেছি। জনতাই আমার শক্তি, আমার সাহস। ইনশাল্লাহ জয় সাধারণ জনতারই হবে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল করিম রাসেল, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী, সাংবাদিক তাহের নইমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।