মিজানুর রহমান মিজান
টেকনাফ উপজেলা ব্যাডমিন্টন কাপ-২০২০ উদ্বোধন করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
শনিবার ২৫ জানুয়ারী সন্ধা ৭টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বেটবিন্টন টুর্নামেন্টে ৩২টি দল নিয়ে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ব্যাডমিন্টন কাপ-২০২০ উদ্বোধন করা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সমন্বয়ক উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিক মিয়া,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর, মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউ ডি জি পি ত্রিপন,ঢাকা ব্যাংকের অপারেশন কর্মকর্তা সেফায়েতুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,উপজেলা অফিস সহকারী নুরুল কবির,উপজেলা টেকনিশিয়ান মোঃ ফারুক,মাঠ ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন, সিলভার কাপের পরিচালক হারুন অর রশিদ ও খোরশেদ আলম।
উদ্ভোদনী টুর্নামেন্টের আম্পায়ার ছিলেন, মোহাম্মদ উল্লাহ ও জীবন বড়ুয়া