টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মহফিলের আয়োজক কমিটি গঠিত!!
-
আপডেট টাইম
বুধবার, ২৯ মে, ২০১৯
মিজানুর রহমান মিজান,টেকনাফ।আগামী ৩১ মে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ইফতার মহফিলের আয়োজক কমিটি গঠিত হয়েছে।পনেরো সদস্য বিশিষ্ট উক্ত কমিটিতে যারা রয়েছে-
আহবায়ক- আব্দুল মতলব
সদস্য সচিব- রহমত উল্লাহ
সদস্য- সাদ্দাম হোসেন
– আনোয়ার হোসেন
– শফি উল্লাহ
– মোহাম্মদ শহীদদ
– রবিউল আলম
– মোহাম্মদ ইউনুছ
– মোহাম্মদ আকরাম
– মোহাম্মদ ডালিম
– মোহাম্মদ ফেরুজ
– মোহাম্মদ নোমান
– মোহাম্মদ আলম
– হেলাল খাঁন
– মোহাম্মদ হোসেন প্রমূখ।টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সারওয়ার আলম ও সম্পাদক আব্দুল হক’র সাথে কথা বলে জানা যায়, এ আয়োজনের ফলে চলতি পবিত্র মাহে রমজানের দিনে কমিটির সকল নেতা কর্মীদের মধ্যে সৌজন্যবোধ আন্তরিকতার বিকাশ ঘটবে এবং কমিটি সুসংঘঠিত হবে,দেশ গঠনে সকল নেতাকর্মী স্ব স্ব অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুমোদিত
আব্দুল হক
সাধারণ সম্পাদক
টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
০১৮১৮৬৯৩৯৩৪
–
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..