টেকনাফ প্রতিনিধিঃ
প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক পেতে যাচ্ছেন টেকনাফ থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম। বীরত্ব, সাহসিকতা ও দক্ষতার কৃতিত্ব স্বরুপ তিনি এ পদক পাচ্ছেন।
আগামী ০৪ ফেব্রুয়ারী রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পদক পরিয়ে দেবেন।
শরিফুল ইসলাম টেকনাফ টুডে ডটকম কে পদক প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে তাঁর প্রতিক্রিয়ায় মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া জ্ঞাপন করে বলেন-সাহসিকতা ক্যাটাগরিতে তাঁকে এ বিরল পুরস্কারের জন্য মনোনীত করে তাঁর ত্যাগ ও কর্মের যথার্থ মূল্যায়ন করা হয়েছে। এতে তাঁর কাজের গতি ও উৎসাহ আরো বাড়বে বলে এসআই মোঃ শরিফুল ইসলাম দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তিনি এজন্য টেকনাফ মডেল থানা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্য, টেকনাফের সকল নাগরিককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসআই মোঃ শরিফুল ইসলাম তাঁকে প্রদত্ত এই বিরল সম্মানের জন্য চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক (বিপিএম-পিপিএম), কক্সবাজারের স্বনামধন্য পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন (বিপিএম) টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ (বিপিএম-বার) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
পিপিএম পুরস্কারের জন্য চুড়ান্ত মনোনীত এসআই মোঃ শরিফুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক। তাঁর কর্মজীবনের আরো সাফল্যের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য শরিফুল ইসলাম দ্বিতীয় মেয়াদে টেকনাফ থানায় উপ-পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করে এ পুরস্কার অর্জন করতে যাচ্ছেন। এর আগে তিনি সহকারী উপ-পরিদর্শক হিসাবে দয়িত্ব পালন করেছিলেন।
আপনার মন্তব্য লিখুন