মিজানুর রহমান মিজান
কক্সবাজার জেলায় গত ফেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরুস্কৃত হওয়া টেকনাফ মডেল থানা পুলিশ মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও কেক কেটে উদযাপন করেছে।
মঙ্গলবার ১৭ মার্চ রাত ৮ টায় টেকনাফ মডেল থানার মাতিনের কূপের সামনে বাগান প্রাঙ্গনে থানার সকল কর্মকর্তা কর্মচারিদের নিয়ে অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশের নেতৃত্বে যথাযোগ্য মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে(মুজিব বর্ষ) কেক কেটে এ আকাঙ্খীত দিবসটি উদযাপন করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা,পরিদর্শক (অপারেশন) মোঃ রাকিবুল ইসলাম খানসহ সকল উপ-পরিদর্শক,সহকারী উপ-পরিদর্শক।
একই দিবসের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্রচিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন টেকনাফ মডেল থানা পুশিশ।
জানা যায় সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ মোতাবেক সম-সাময়িক পরিস্তিতিতে মুজিব বর্ষের আয়োজন সংক্ষিপ্তাকারে সমাপ্ত করেন টেকনাফ মডেল থানা পুলিশ।
গত ফেব্রুয়ারী মাসে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে টেকনাফ মডেল থানা।জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) এ পুরুস্কারটি ওসি প্রদীপ কুমার দাসকে তূলে দেন।এতে আরও পুরুস্কৃত হন ওসি তদন্ত এবিএমএস দোহা,গোয়েন্দার উপ-পুলিশ পরিদর্শক ইন্তিয়াজ আহমেদ,সিনিয়র এস আই মশিউর রহমান প্রমূখ।