মিজানুর রহমান মিজান।
টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের গত মার্চ মাস ও চলতি এপ্রিল মাসের আবাসিক বিদ্যুৎ বিল বাসায় বসে পরিশোধ করা যাবে বলে জানিয়েছেন বর্তমান গ্রাহক বান্ধব ডিজিএম আব্দুল মুমিত চৌধুরী।
মঙ্গলবার ২৮ এপ্রিল রাত দশটায় ফেসবুক আইডিতে তিনি গ্রাহকদের উদ্যেশ্যে এ সুবিধার কথা জানান।তিনি জানান-প্রত্যেক গ্রাহকদের মার্চ ও এপ্রিল মাসের বিল ঘরে পৌঁছনোর ব্যবস্থা করবেন এবং ঘরে বসে টেলিটক/বিকাশ/ব্যাংক অথবা সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে সকাল দশটা থেকে ১২ টা পর্যন্ত পরিশোধ করতে পারবে।নিম্নে বিজ্ঞপ্তিটি কপি করে দেয়া হল:-
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহকবৃন্দ। আপনাদের মার্চ ও এপ্রিল মাসের আবাসিক বিদ্যুৎ বিল আপনাদের বাসায় পৌছায় দেয়া হবে।
আপনারা চাইলে বিল টেলিটক/বিকাশ/ব্যাংক/পল্লী বিদ্যুৎ অফিসে দুপুর ১২ টার মধ্যে বিল পরিশোধ করতে পারেন।
তবে, পরিশোধ করতে না পারলে, দেশের বর্তমান পরিস্থিতিতে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিল বকেয়ার কারনে কারো লাইন কর্তন করা হবে না।
আপনাদের সহযোগিতা চাই।
আব্দুল মুমিত চৌধুরী।ডিজিএম
টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।টেকনাফ কক্সবাজার বাংলাদেশ।