মোঃ আলমগীর টেকনাফ :::
টেকনাফ পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে MGSP প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন চলমান ছোট বড় রাস্তা, ড্রেন কালভার্ট, ক্রেস ড্রেন, প্রতিটি রাস্তায় সড়ক বাতি এম.জি.এস.পি’ ৩৫.৫ কোটি টাকার প্রকল্প পরিদর্শন
করেন প্রকল্পের পরিচালক শেখ মুজাক্কা জাহের এবং ঠিকাদার ও পৌর কর্তৃপক্ষের সাথে টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি এম.জি.এস.পি প্রকল্পের পরিচালক শেখ মুজাক্কা জাহের।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ মৌলানা মুজিবুর রহমান, প্যানেল মেয়র-২ মোঃ আব্দুল্লাহ মনির, টেকনাফ পৌরসভার সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা, পৌর সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী, সহকারী মিউনিসিপাল ইঞ্জিনিয়ার কনসালট্যান্ট মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) জহির উদ্দিন আহামদ, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোশফেকুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ঠিকাদার মোহাম্মদ আলম বাহাদুর, ঠিকাদারের প্রতিনিধি আতাউর রহমান, ঠিকাদার মোহাম্মদ কামরুজ্জামান, ঠিকাদার গিয়াস উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আবু হারেছ, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, কাউন্সিলর রেজাউল করিম মানিক, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর নুরুল বশর নুরশাত, মহিলা কাউন্সিলর নাজমা আলম, টেকনাফ বাজার ব্যবসায়ী ও পৌর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ সংবাদ কর্মীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্পের পরিচালক শেখ মুজাক্কা জাহের নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ ভাবে কাজ গুলো বাস্তবায়নের জন্য ঠিকাদারদের নির্দেশ প্রদান করেন।
মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন একটি সুপরিকল্পিত নগর গঠনের লক্ষ্যে হাতে নিয়েছি যানজট মুক্ত প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে নান্দনিক ফুটপথ যা পৌরসভার শোভা বর্ধন করবে। সবচেয়ে বেশিগুরুত্ব দেওয়া হয়েছে উন্নত ড্রেনেজ সিস্টেমের প্রতি যা পৌরসভাকে জলাবদ্ধতা হতে মুক্ত করবে। নেয় হয়েছে পৌরসভার বিভিন্ন রাস্তার পাশে পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা।
মেয়র আরো বলেন ‘আমি আপনাদের কাছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো বাস্তবায়ন করছি।’ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতে আরো ব্যাপক উন্নয়নের কাজ বাস্তবায়িত হবে। শহরের রাস্তাঘাটের সুবির্ধাথে নাগরিকগনকে বিল্ডিং কোড মেনে পানি নিস্কাশনের পর্যাপ্ত জায়গা রেখে বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করতে হবে।
সহকারী প্রকৌশলী পরাক্রম চাকমা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ ভাবে কাজ গুলি বাস্তবায়নের জন্য প্রকৌশল বিভাগ চেষ্টা করছি।
পরিদর্শন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে টেকনাফ পৌরসভার উন্নয়নের কাজের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।