নিজস্ব প্রতিবেদক টেকনাফ ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার টেকনাফ পৌরসভার ২শ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।
বুধবার ২৮ অক্টোবর সকাল ১১টায় পৌরসভা প্রাঙ্গনে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। চলতি প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের সকল নদী ও সমুদ্রে মৎস আহরণের ২২দিন নিষেধাজ্ঞায় বেকার জেলেদের মাঝে
টেকনাফ পৌর এলাকার তালিকাভুক্ত ২শ জেলে পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার চাল বিতরণ করা হচ্ছে ।
এ সময় প্রত্যেক জেলেকে ২০ কেজি করে মোট ৪ মেট্রিকটন চাল দেয়া হয়। নিষিদ্ধ সময়ে টেকনাফের নাফ নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞায় বেকার জেলেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ এ উপহার পেয়ে সবাই খুশি এবং সন্তুষ্টমনে চাল নিয়ে বাড়ি ফিরেন।
এসময় কক্সবাজার সামুদ্রিক মৎস্য জরিপ ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, পৌরসভার সচিব মোঃ মুহিউদ্দীন ফয়েজী,উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুস সালাম, পৌর কর্মকর্তা রবিউল ইসলাম, মুর্শেদুল ইসলাম, টেকনাফ বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীরসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
এম আর এম/মিজান/২৮,২০২০