মোঃ আলমগীর, টেকনাফ :::
কক্সবাজারের টেকনাফে জেলা প্রশাসকের উদ্যোগে ১২০ জন শীতার্ত মানসিক রোগী ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র এবং স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
সোমবার (৭-ডিসেম্বর-২০) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ ও পৌরসভার বিভিন্ন জায়গায় তিনি এসব শীতবস্ত্র ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
উপজেলা পরিষদ ও তার আশ পাশে বিভিন্ন এলাকায় মানসিক রোগী, ছিন্নমূল দুস্থ, অসহায় মানুষের মাঝে ১২০টি কম্বলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায়রা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক টিটু চন্দ্র শীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)মোহাম্মদ সিফাত বিন রহমান, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীল, মানসিক রোগীদের তহবিল মারোতের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাজু পাল, মোহাম্মদ হারুন ও খোরশেদ আলম প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১০০জনকে জনপ্রতি ৫টি মাস্ক, ১টি হ্যান্ড স্যানিটাইজার , ২টি সাবান, ১টি কম্বল ও ১টি চাদর এবং মানসিক রোগীদের একটি করে কম্বল দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার ও মানসিক রোগী যেন সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র থেকে বাদ না পড়ে সেদিকেই বিশেষ নজর রাখা হচ্ছে। সরকারের নির্দেশনায় এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।