জরুরী বিজ্ঞপ্তি::
এতদ্বারা টেকনাফ পৌর এলাকার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস এর দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে । বাংলাদেশ সরকারের নির্দেশ *নো মাক্স নো সার্ভিস * করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।
মসজিদে প্রবেশের পূর্বে মাক্স পরিধান করুন;
বিভিন্ন অফিস-আদালতে প্রবেশের পূর্বে মাক্স পরিধান করুন;
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পূর্বে মাক্স পরিধান করুন;
মার্কেটে প্রবেশের পূর্বে মাক্স পরিধান করুন;
বাজারে, রাস্তাঘাটে চলাফেরা করার সময় মাক্স পরিধান করুন;
সামাজিক অনুষ্ঠানেও মাক্স পরিধান করুন;
আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান এবং সমাজ ও রাষ্ট্রকে বাঁচান
নিজে সচেতন হই, মাক্স পরিধান করি, সুস্বাস্থ্য রক্ষা করি।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার মাক্স পরিধান করা বাধ্যতামূলক করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন।
অনুরোধক্রমে,
হাজী মোহাম্মদ ইসলাম
মেয়র টেকনাফ পৌরসভা।