মোঃ আলমগীর, ডেইলি টেকনাফ
শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মঙ্গলবার ২৮ জানুয়ারি সকালে টেকনাফের স্বনামধন্য বিদ্যাপীঠ সদর ইউনিয়নের লম্বারী মলকাবানু উচ্চ বিদ্যালয় বিদ্যালয় মাঠে বিদায়-বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় টেকনাফ লম্বারী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোঃ ইসমাঈল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার আনন্দময় ভূমিক, বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সরওয়ার অালম,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সদর ইউনিয়ন পরিষদের মেম্বার রানু আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ সিরাজুল ইসলাম হেলালি, আলী আহম্মদ, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, সৈকত হোসেন, মোঃ ইউনুস প্রমূখ।