মিজানুর রহমান মিজান।
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে হতদরিদ্র ১৫শ অসহায় পরিবারের মাঝে পৃথক ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি দরে ৩০ কেজির এ চাউল বিতরণ করা হয়।
শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বা পরস্পর নিরাপদ দূরত্ব বজায় রেখে সোনা আলী ডিলার, মনির উল্লাহ ডিলার এবং নুরুল হক ডিলারের মাধ্যমে অসহায়, হত-দরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বিএ।
সুত্রে জানা যায় – জেলা প্রশাসক মহোদ্বয়ের নির্দেশনা মোতাবেক চাল বিতরণ করার আগে জনসমাগম এড়াতে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন ফুট দূরত্বে গোল চিহ্নিতকরণ করে চাল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,শাহপরীর দ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির উল্লাহ,ইউপি সদস্য নুরুল আমিন, ইউপি সদস্য ফজলুল হক, ইউপি সদস্যা ছেনুয়ারা বেগম, গ্রাম পুলিশসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন।
এর আগে (৯ এপ্রিল) ইউনিয়নের সাবরাং বাজারে মোহাম্মদ কামাল ডিলারে মাধ্যমে ৪ হাজার হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ কাজের শুভ উদ্ভোদন করেন নুর হোসেন চেয়ারম্যান।
উল্লেখ্য, প্রতিটি হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই পাঁচ মাস চাল বিতরন করা হবে।