মিজানুর রহমান মিজান । ডেইলি টেকনাফ ডটকম।
টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার(৭নং ওয়ার্ড) লালুর দোকান হইতে দক্ষিনে আলী আহমদের দোকানের মধ্যবর্তী রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা।এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে এবং মাদ্রাসায় যাতায়ত করে।পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের জনসাধারণ বেশিরভাগ এই রাস্তা দিয়েই যাতায়ত করেন।দীর্ঘদিন ধরে এই রাস্তাটির সামান্য অংশের গাইডওয়াল ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।অচিরেই রাস্তাটি মেরামত করা না হলে এলাকাবাসী চলাচলের জন্য উপযোগী থাকবে না বলে এলাকাবাসী জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় – স্থানীয় আবু তাহেরের মুদির দোকানের সামনে রাস্তার পূর্ব পার্শ্বের অনুমানিক ২০মিটার জায়গা রাস্তার গাইডওয়াল সম্পূর্ণরূপে ভেঙে পার্শ্ববর্তী নালায় ধসে গেছে।ভেঙ্গে যাওয়া স্থান থেকে একটি মিনি টমটম যাওয়া তো দূরে দুইজন লোক এক সাথে পার হবার মতোও অবস্থা নেই।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাস্তাটির মেরামতের জন্য বেশ কয়েকদিন ধরে অসংখ্যবার দাবী জানালেও কোন সমাধান হয়নি বা সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে জানান স্থানীয় জনগন।
রাস্তাটি শীঘ্রই মেরামত করা না হলে সামনের বর্ষা মৌসুমে জনদূর্ভোগ আরও চরম আকারে বাড়বে বলেও জানান এবং রাস্তাটি মেরামতের দাবী জানান স্থানীয়রা।