বার্তা পরিবেশক::
কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর মৌলভীপাড়া (৮ নং ওয়ার্ড) এলাকার এক যুবতী নিখোঁজের খবর পাওয়া গেছে।
গেল ১৯ মার্চ ( শুক্রবার ) সকাল ১১ টায় সে নিখোঁজ হয় বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
নিখোঁজ জোসনা বেগম (১৯) মৌলভীপাড়ার মোহাম্মদ কালু মিয়ার মেয়ে।
এ ব্যাপারে কালু মিয়া টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার নং ৯২৭।
সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, ১৯ মার্চ সকালে
পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়।
এই রিপোর্ট লিখা পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি।
এদিকে মেয়ে নিখোঁজের পর থেকে তার মা গোলবাহার বেগমের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বন্ধ করে দিয়েছে স্বাভাবিক খাবার-দাবার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
কারো সাথে কোন কথা বলছে না।
কালু মিয়া এই প্রতিবেদককে জানান, আমার মেয়েকে কথিত রিয়াজ(বহিরাগত) এক যুবক নিয়মিত কল করে বিরুক্ত করতো। অভিযুক্ত যুবকের আসল নাম ঠিকানা জানা নেই তবে রিয়াজ পরিচয় দিয়ে মোবাইল ফোনে আলাপ করত।মেয়েকে অন্যদিকে বিয়ে দিলে খুন অপহরণ করবে বলেও হুমকি দিত। তবে সে ছেলেটিকে আমরা চিনিনা। আমার মনে হয় সে ছেলেটা আমার মেয়েকে অপহরণ করেছে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি এবং থানায় জিডি করেছি।
মেয়েকে খুঁজে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।