মিজানুর রহমান মিজান
বঙ্গোপসাগরের বিশাল জ্বলরাশির সাথে অশান্ত উত্তাল ঢেউয়ের গর্জন আর বিদায়ি শীতের উঞ্চ হীমেল বাতাসের প্রবাহমান সুর তরঙ্গের মিলন যেখানে দাঁড়িয়ে ক্ষনিকেই মনের গহীনে অব্যাক্ত কথামালা আর অনুভূতি ছোঁয়ে যায়,প্রকৃতির সাথে সৃষ্টির মিলন প্রান্তর যেখানে খুব কাছাঁকাছিঁ।পড়ন্ত বিকেল হয়ে গুধুলি বেলা তারপর সন্ধা হতেই জোনাকিদের ঝিঁকিমিঁকি আলোয় ঝলমলে লোনা পরিবেশ।দর্শনার্থীদের আগমনে কানায় কানায় ভরে যায় সীমান্ত নগরী টেকনাফ সাবরাং(জিরু পয়েন্ট)ট্যুরিজমপার্ক।
আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত ২য় জাতীয় বেইজড স্কাউট ক্যাম্পের অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
শনিবার ২২ ফেব্রুয়ারী সন্ধা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত দশটায় সমাপ্ত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন স্কাউট ক্যাম্পের চিফ ডঃ মোহাম্মদ মোজাম্মেল হক খান, স্কাউট ক্যাম্পের সাংগঠনিক কমিটির সভাপতি পবন চৌধুরী,
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এই ক্যাম্প উদ্ভোধন করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ।
এতে আরও উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম,সহকারী নির্বাহী অফিসার(ভূমি) মোঃ আবুল মনসুর,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূর হোসেন,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সোনা আলী,পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগন,দুর দূরান্ত থেকে আগত অসংখ্য দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণীপেষার মানুষ।
ডিটি/এমআরএম/মিজান