পিকলু দত্ত : টেকনাফে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, র্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ পালিত হয়েছে।
১০মার্চ সকালে টেকনাফ উপজেলা পরিষদ হতে জাতীয় দূর্যোগ দিবস উপলক্ষ্যে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। এরপর এক আলোচনা সভা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,বিভিন্ন ইউপির জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারী-বেসরকারী কমর্কর্তাগণ আলোচনায় অংশ নেন। সভার সভাপতি ইউএনও জানান জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২০ইং উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
প্রশ্ন সমুহ :
০১। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায় সমূহ কী কী?(৫টি)
০২। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির লক্ষণ সমূহ কী কী? (৫টি)
০৩। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে করণীয় কী?
প্রত্যেক প্রতিযোগীকে উপজেলা নির্বাহী অফিসারের ফেইসবুক পেইজে উত্তর ইনবক্স করার সময় অবশ্যই মোবাইল নম্বরসহ পাঠাতে হবে। সঠিক উত্তর দাতাদের মধ্যে প্রথম ২৫ জনকে ২০০ টাকা করে মোবাইল ব্যালেন্স রিচার্জ দেয়া হবে। উত্তর পাঠানোর শেষ সময় ১১মার্চ ২০২০ দুপুর ১২টা পর্যন্ত।
সুত্র:টেকনাফ টুডে