ডাঃ নুরুন্নাহার নুপূরের গীতি কবিতা-সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
-
আপডেট টাইম
শুক্রবার, ১৭ মে, ২০১৯
- সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
- ——ডাঃ নুরুন্নাহার

- *মেয়ে তুমি সুন্দরী হলে, স্বামী সর্বদা সন্দেহের চোখে দেখবে তোমায়। কুৎসিত হলে অন্য মেয়ের সনে মাতবে পরকীয়ায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
.
*মেয়ে তুমি উচ্চ শিক্ষিত হলে, স্বামী সর্বদা থাকে হীনমন্যতায়। অশিক্ষিত হলে সংসারে রাখবে অবহেলায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
.
*মেয়ে তুমি গরীব বাবার সন্তান হলে স্বামী সর্বদা তাচ্ছিল্য, কথায় কথায় খোটা দিবে। ধনীর দুলালী হলে স্বামীর অধিকার খাটিয়ে রাখবে খুনঠাশায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
.
*মেয়ে তুমি হাউজওয়াইফ হলে স্বামী সর্বদা বলবে তুমি সেকেলে। একটু মডার্ণ হতে চাইলে বলবে তুমি নষ্ট হয়ে গেছো আধুনিকতার ছোঁয়ায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়।
.
*মেয়ে তুমি লক্ষী সতী বউয়ের মত একটু সংকীর্ণতায় ঘরের কোণে থাকলে স্বামী সর্বদা বলবে মেয়ে রা তো এমনই। সংকীর্ণতা কাটিয়ে খোলা আাকাশ দেখতে চাইলে আটকাবে সতীত্বের খোটায়। সত্যি মেয়ে তুমি বড় অসহায়!
- লেখকের গীতি কবিতা কেমন লেগেছে মতামত জানিয়ে অনুপ্রাণীত করবেন—সম্পাদকঃ-
নিউজটি শেয়ার করুন..
এ জাতীয় আরো খবর..