শাহেদ আরমান
পবিত্র মক্কা আল মোকাররামা থেকেঃ-
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাধীন শাহ্পরীর দ্বীপের বাসিন্দা উদিয়মান কবি আবদুল্লাহ বিন নূর-
বর্তমানে সৌদি আরব প্রবাসি।জীবিকার তাগিদে তিনি প্রবাস জিবনের ব্যাস্ত সময়ের মধ্যেও তিনি মা মাটি মানুষের কথা মুহুর্তের জন্যও ভূলে যাননি।সারাদিন অক্লা ন্ত পরিশ্রমের পর নিজের বিশ্রাম বিসর্জন দিয়ে রচনা করে চলছেন অসংখ্য জিবনমৃখি কবিতা।গত বারের কলরব সাহিত্যেও তার কবিতা স্থান পেয়েছিল বলে জানা গেছে।
তার সাহিত্য কর্মে মূগ্ধ হয়ে টেকনাফের বহুল প্রচারিত ও পরিচিত জনপ্রিয় পিউজ পোর্টাল “ডেইলি টেকনাফ ডটকম’ সম্পাদক মিজানুর রহমান মিজান তার কবিতা ছাপাবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানিয়েছেন কবি আব্দুল্লাহ বিন নূর।নিম্ন তা হুবহু কপি করা হলঃ-
মিজানুর রহমান মিজান ভাইয়ের পরিচালিত। ডেইলি টেকনাফ ডটকম এবং বর্ডার নিউজ টুডে ডটকমে আমার মতো নগন্য অতি সাধারণ একজন ব্যক্তির কিছু কবিতার জায়গা করে দেওয়াতেই আমি সর্বপ্রথম মহান আল্লাহু তায়ালার দরবারে খুশি মনে শোকরিয়া জ্ঞাপন করেছি”আলহামদুলিল্লাহ।
আমি আমার অন্তরের অন্তস্থল থেকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করি, শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান মিজান ভাইয়ের প্রতি। এটা আমার জীবনে কল্পনার বাইরে ছিল। সে আমার লেখার প্রতি এতো মনোমুগ্ধ হয়ে তাঁর ওয়েবসাইটে আমার লেখার স্থান করে দিবে ভাবতেও পারিনি! তাঁর সাথে আমার আগে কোন রকম ব্যক্তিগত ভাবে পরিচয় ছিল না। শুধু মাত্র পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আজ আমি নিজেকে ধন্য মনে করি। আমি তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি সর্বাঙ্গীন। তবেই আমি এতটুকু বলবো,
পুষ্পের সুবাস বন জঙ্গলে
পারেনা কেউ রুখতে!
বেশী বেশী বই পড়ুন
জ্ঞানীগুণীর কথামালা বুঝতে।
ধন্যবাদ সকলের প্রতি।
সবার তরে দোয়ার আবেদন রইলো।
#আবদুল্লাহ বিন নূর
শাহপরীর দ্বীপ পূর্ব উত্তর পাড়া
বর্তমান সৌদি প্রবাসী।