১৯৯৮-২০০৩ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক শাবি ক্যাম্পাস একটি পত্রিকা প্রকাশ হত।
সম্পাদনায় ছিলাম আমি।পত্রিকাটির 500 প্রকাশের খরচ পড়ত ১৮০০/টাকা। প্রতি কপির বিক্রয় মূল্য ছিল ২ টাকা। অনেক কপি সৌজন্য দেওয়া হত।পত্রিকায় বিশ্ববিদ্যালয়ের হল ,ক্যান্টিন ,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,কর্মকাণ্ড ইত্যাদি বিষয়ে সংবাদ আকারে প্রকাশিত হত।
উক্ত পত্রিকায় প্রতি সংখ্যা তে সিলেট পৌরসভা র স্বাস্থ্য বিধি দিয়ে একটি বিজ্ঞাপন প্রচার হত।যার ফি পৌরসভা র মাননীয় মেয়র মহোদয় দিতেন।তা প্রতি সংখ্যা র বিজ্ঞাপন বিল দিতে ১৫০০/টাকা। কোন কোন সংখ্যা য় বিজ্ঞাপন প্রকাশের আগেই বিলের চেয়ে বেশী টাকা দিতেন।একটি সংখ্যায় তার বদান্যতার কথা লিখায় তিনি তা নিষেধ করছিলেন আর জরিমানা হিসাবে বিল বন্ধ করা কথা বলেছিলেন। মোটেও নিজের প্রচার আর মোসাহেবি পছন্দ করতেন না। ঐ সময় আমার সাথে খুবই ভাল সম্পর্ক ছিল।সর্বশেষ ২০১৬ সালে বেড়াতে গিয়েছিলাম। দেখা হয়েছিল।
খুবই ভদ্রলোক, শান্ত ধীর স্থির মানুষ। বড় মনের মানুষ। বার বার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার অনুদানে ই চলত শাবি ক্যাম্পাস ।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন।অতীতের সম্পর্ক ভেবে অনেক কষ্ট পেয়েছি। এ সব স্মৃতি হাজার হাজার মানুষের মনেও হয়ত আছে।কর্মের মৃত্যু নেই।দেহের অনুপস্থিতি আর আত্মার মরন হতে পারে কিন্তু তাঁর মানবাত্বা র বয়স যুগ যুগ ধরে বাড়তে থাকবে ।যা আমাদের জীবাত্মা র পাথেয় ।
আল্লাহ্ শহীদে মর্যাদা দান করুন। সিলেটে র সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
পাঠিয়েছেন-
মোঃ ইমাউল হক পিপিএম