ডেইলি টেকনাফ ডেস্ক ::
বাংলাদেশের দীর্ঘ মানব কক্সবাজারের রামুর জিন্নাত আলী আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি ২৮ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৩টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার বড়ভাই মো. ইলিয়াছ খবরটি নিশ্চিত করেছেন।
গত রোববার জিন্নাত আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয় এবং সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা জিন্নাত আলী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।