শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।
কক্সবাজারে শুরু থেকেই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং সন্দেহভাজনদের বিভিন্ন পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে জেলা সদর হাসপাতাল। এবার করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে যন্ত্রপাতি সমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপন করে দিচ্ছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF (ইউনিসেফ)। এই কাজ সমাপ্ত হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপনের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে । বাকি ২০ শতাংশ আগামী জলাই মাসের প্রথম সপ্তাহে সম্পন্ন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। আর এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টটি চালু করা হলে এটি হবে দেশে জেলা সদর হাসপাতালে স্থাপিত প্রথম সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট।
২৫০ শয্যার কক্সবাজার জেলা সদর হাসপাতালে যন্ত্রপাতিসমৃদ্ধ সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই লাইন স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। যার পুরো ব্যয় বহন করবে ইউনিসেফ।
এ কাজ শেষ হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সাপোর্টের স্বল্পতা দূর হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ২০ জুন কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং ১০ শয্যাবিশিষ্ট উচ্চ নির্ভরতা ইউনিট (এইচডিইউ) ইউনিটের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। যা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর আর্থিক সহায়তায় হাসপাতালটিতে আধুনিক এ চিকিৎসাসেবার কার্যক্রম চালু হয়েছে।
কোভিড-১৯ প্রতিরোধে কক্সবাজারের চিকিৎসা সেবা সক্ষমতায় নতুন ধাপ সংযোজিত হল। এর মাধ্যমে কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যেমন পূরণ পূরণ হয়েছে; তেমনি পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবে এখানে।