মোঃ আলমগীর, টেকনাফ :::
করোনা ভাইরাসের উপর্সগ দ্বিতীয় বারের মতো দেখা দেয়ায় কক্সবাজার-৪ [উখিয়া-টেকনাফ] আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র স্বামী কক্সবাজার-৪ [উখিয়া-টেকনাফ] আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান [বদি] গত বুধবার ১৭ মার্চ ২০২১ সকালে কক্সবাজারের সদর হাসপাতালে ভর্তি হন।
করোনা আক্রান্ত সাবেক এমপি বদির শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থর দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন; যেন সুস্থ হয়ে আবার প্রিয় কক্সবাজারের উখিয়া-টেকনাফবাসীর
কাছে ফিরতে পারেন।
তিনি বিগত পাঁচ-ছয়দিন ধরে অসুস্থ থাকার পর ১৬ মার্চ টেকনাফ সদর হাসপাতালে টেস্ট এর জন্য আবেদন করেন। এর পরের দিন বুধবার ১৭ মার্চ করোনা পজেটিভ আসলে সাবেক এমপি বদি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন।
পরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রাওনা হন তিনি। গত শনিবার সকালের দিকে তিনি রাজধানীর ধানমণ্ডি আনোয়ার খাঁন মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।