তারুণ্যের প্রাণময়তায় টেকনাফ উপজেলা যুবলীগকে সসংগঠিত করে তৃনমূল থেকে গড়ে তুলতে চাওয়া নতুন দিনের নব সুচনায় বন্ধু, সহযোদ্ধা,মুজিবাদর্শের পরিক্ষীত সৈনিক,রাজপথের লড়াকু যোদ্ধা টেকনাফ উপজেলার লক্ষ প্রানের স্পন্দন সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি,বর্তমান উপজেলা যুবলীগ সভাপতি ও টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান সংগ্রামী যুবনেতা নুরুল আলমের শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।।
আসো মনে মনে হাত ধরে আগামীকে ভালো রাখার শপথ বাক্য পাঠ করি।এ বিশ্ব হোক করোনামুক্ত।
কাটুক করোনার কালো বিষাদের মেঘ, শীতল বারিধারার মতো তোমার জীবনে নেমে আসুক হর্ষ। শুভ হোক সবার এই আগামীর পথচলা।চৈত্রের নিঝুম কালো রাত্রি শেষে, সূর্য আসুক রঙিন বেশে। সেই সূর্যের সোনালি ঝকমকে আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো।
নুর হোসেন চেয়ারম্যান
সাবরাং ইউনিয়ন পরিষদ।টেকনাফ কক্সবাজার