নুর হোসেন
✍ আবুবক্কর ছিদ্দিক
★★★★★★★★★★★★★★★★★★
আপনার থেকে শিখতেছি মোরা
গরীব-দুঃখীর হাতে তুলে দিতে অন্ন,
আপনার মত নেতা পেয়ে সাবরাংবাসী
সত্যি নিজেকে মনে করে অনেক ধন্য।।
আপনার কাছে শিখার মতো
স্বার্থহীন অনেক কিছু,
তাইত সদা সঙ্গী হয়ে সবাই
যাচ্ছি যাব পিছু পিছু।।
আমরা দেখেছি আপনার কাছে দেশের জন্য
অন্যের থেকে আলাদা চিন্তা মাথায়,
আপনার গুণী চিন্তার কর্ম
লেখা থাকা চাই ইতিহাসের পাতায়।।
আপনি আমাদের সুপথে চলার
সত্য ন্যায়ের দীপাধার,
তেমনি সে পথে চলতে থাকেন
করে রাজনীতিতে পারাপার।।
সৎপথে করেন উপার্জন
করেন যাকে দিতে হয় দান,
সঠিকভাবে দ্বায়িত্ব পালন করে
রাখছেন নিজের মান-সম্মান।।
জনগণের প্রতিনিধিত্বে আছেন
থাকবেন থাকলে দেখব তার আভা,
বাসতে হয় যাদের বেসে যান ভালো
জ্বেলে যান সত্যের প্রভা।
অন্যায়ের প্রতিবাদী মুখরিত সদা
করতে অন্যায়ের পাত,
সকল অবিচারী কারাপ নেতাদের
করে দেন নস্যাৎ।।
সত্য প্রতিষ্ঠায় আপনার কদম
আপনিই নুর হোসেন
সুন্দর সুশান্তে চালিয়ে যান জীবন
করে যান সৃষ্টিকর্তার ধ্যান।।
আমি মুগ্ধ আপনার চলার পথে,যেভাবে করেন নিজের দ্বায়িত্ব পালন,আপনি সদা দেখে নিবেন সাবরাংবাসীকে করিয়েন স্মরণ।
👉আপনি সঠিকভাবে আপনার দ্বায়িত্ব পালন করে যান আমি আপনাকে তার জন্য সদা স্মরণ করি,করব চিরকাল যত দিন দেখব আপনার এই মহৎ গুণগুলো।
আপনি ভেবে যান অন্যের থেকে আলাদা করে।আপনার পর্যায় থেকে কিভাবে একটি
সুন্দর সমৃদ্ধ ইউনিয়ন এবং দেখিয়ে দেন রাজনীতির সঠিক পন্থা। আপনার জীবন সুন্দর ও উজ্জ্বল হউক এই কামনা করি। এবং আপনি সদা শ্রেষ্ঠা করেন আপনার বর্তমান দ্বায়িত্বকে বাড়িয়ে নিয়ে যেতে। একটি সম্মানজনক স্থানে আপনার কদম রাখতে যেটা আপনার যোগ্যতার পরিচয় দিবে।
ধন্যবাদ আপনাকে।।। —–