ডেস্ক রিপোর্ট :নেদারল্যান্ডে গতকাল থেকে মহিলাদের জন্য বোরকা নিষিদ্ধের ঘোষনা দিয়েছেদেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ১আগস্ট(গতকাল) থেকে কার্যকর হওয়া এই আইনে স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাকের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷ ২০০৫ সালে প্রথম এই আইনের প্রস্তাব করা হয়, ব্যাপক তর্ক-বিত্রক ও আলোচনার পর ২০১৫ সালে এই আইন পাস করা হয়, ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়৷
কেউ বোরকা পরে এসব স্থানে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বলতে পারবেন৷ কেউ এতে আপত্তি জানালে তাদের সেসেব স্থানে ঢুকতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ নির্দেশ অমান্যে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানাও করা হতে পারে৷
অবশ্য শুধু বোরকা নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য৷
এই আইন কার্যকরের আগে দেশের কর্তৃপক্ষকে ব্যাপক বিরোধীতার মুখোমুখি হয়েছে৷ বেশ কয়েকটি শহর কর্তৃপক্ষ, হাসপাতাল, গণপরিবহন সংস্থা এমনকি পুলিশও এই আইন বাস্তবায়নে অস্বীকৃতি জানিয়েছে৷