সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র সেক্রেটারি জেনারেল ড.সাইফুল ইসলাম দিলদার এবং BHRC গবর্নর সায়মুন রেজা পিয়াস সহ তিন সদস্যের একটি প্রতিনিধিদল পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য ২০.মে. ২০১৯ সৌদিআরবের পবিত্র মক্কা নগরীতে পৌছান।
BHRC সেক্রেটারি জেনারেল ও অন্যান্যরা সহ ২০ এবং ২১.মে পবিত্র ওমরা হজ্ব পালন সম্পন্ন করেন।
BHRC সেক্রেটারি জেনারেল সকল মানবাধিকার কর্মীসহ মানবকুলের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।