পাঠক শুনবেন কি?
বাংলাদেশে মহামারীর করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য আমরা নিজেরা দায়ী।
আমাদের অসচেতনতা ও টিকা গ্রহণের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব মূলত দ্বিতীয় ঢেউয়ের উদ্ভবের অন্যতম কারণ। যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণকে টিকা নেওয়ার পরও জনগণকে স্বাস্হ্য সচেতনতা মেনে চলার বারবার তাগিদ দেন। কিন্তু আমরা বাঙ্গালি জাতি একটু বেশি বুঝি। এই বুঝার ফল ইতিমধ্যে আমাদের ভোগ করছি এবং চরম ভাবে ভোগ করতে হবে যদিও আমরা স্বাস্হ্য সচেতন না হয়।
অথচ জানুয়ারি -ফ্রেব্রুয়ারি মাসে আমাদের দেশে করোনার প্রকোপ কমে আসছিল এবং বিশ্বব্যাপীও বাংলাদেশ সরকারের করোনার নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপের বিষয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু আমরা করোনা নিয়ন্ত্রণের এই ধারা ধরে রাখতে পারিনি। যার মাশুল আমাদের চরমভাবে ভোগ করতে হবে যদিনা আরো বেশি সচেতন না হয়। তাই আমরা সবাই সামাজিক দূরত্ব মেনে চলি,পারতপক্ষে সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলি, আপাতত ভ্রমণপিপাসু মনকে দমিয়ে রাখি এবং মাস্ক নিজে পড়ি পাশাপাশি অন্যদেরকেও পড়তে উদ্বুদ্ধ করি।
সুতরাং দ্বিতীয় ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড হওয়ার আগে নিজে নিরাপদ থাকি, নিজ পরিবারকে নিরাপদ রাখি। নিজে নিরাপদ মানে আপনার পরিবার নিরাপদ। আপনার পরিবার নিরাপদ থাকা মানে আপনার সমাজ নিরাপদ। আর সমাজ নিরাপদ থাকলে দেশ ও দেশের মানুষ থাকবে নিরাপদ।
আসুন মাস্ক পড়ি,জনসচেতনতা সৃষ্টি করি । করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা মেনে চলি।
মনে রাখবেন, করোনা কখনো করে না করুণা।
সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক।