মধ্যবিত্তের নিবেদন
…………সন্তোষ কুমার শীল
*****************
ধনীরাতো দিচ্ছে ত্রাণ
সরকারও দেয় নিত্য
এখন ভীষণ কষ্টে আছে
নিম্ন-মধ্যবিত্ত।
গরীব দুখী দিনমজুরের
আয় রোজগার বন্ধ
এই বিষয়ে নেইতো দ্বিমত
নেই যে দ্বিধা দ্বন্দ্ব।
কিন্তু যারা মধ্যবিত্ত
তাদেরওতো কাজ নেই
সত্য কথা বলতে আজ
তেমন কোন লাজ নেই।
মধ্যবিত্ত মানুষ গুলো
বলছে না কেউ লজ্জায়
ভাবছে বসে খাবার যাবে
তাদের ঘরের দরজায়।
কষ্টে আছে এ কথাটি
মুখ খুলে কেউ বলছে না
রাতে তাদের রান্না ঘরের
উনুনখানা জ্বলছে না।
আশায় আশায় দিন কেটে যায়
ঘরেও খাবার জমা নেই
কারো কাছে চাইবে টাকা
এমন প্রিয়তমা নেই।
দুর্বিসহ দুর্গম পথ
পাড়ি দেওয়ার জন্য
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে
নিজেও হোন ধন্য।
আমরা সবাই পারষ্পরিক
সম্মিলিত চেষ্টায়
ধনী, গরীব, মধ্যবিত্ত
বাঁচবো স্বাধীন দেশটায়।