1. engg.robel.seo@gmail.com : DAILY TEKNAF : DAILY TEKNAF
  2. bandhusheramizan@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. engg.robel@gmail.com : The Daily Teknaf News : Daily Teknaf
মনোনয়ন পেতে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ২৪ জন প্রার্থীঃ - ডেইলি টেকনাফ
সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে সাবেক এমপি বদি’র শোক! প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে নুর হোসেন চেয়ারম্যানের শোক কক্সবাজারে কাউন্সিলর কাজি মোরশেদ আহমদ বাবুর মৃত‍্যুতে নুর হোসেন চেয়ারম্যানের শোক প্রকাশ ন্যায্যমূল্য পাচ্ছে না কক্সবাজারসহ টেকনাফের লবণ চাষীরা টেকনাফে সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত অমর একুশের ভাষা শহীদদের প্রতি নুর হোসেন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি প্রতি হিংসা নয় প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসুক তৃণমূলের অবহেলিত নতুন নেতৃত্ব: শাওন আরমান টেকনাফে বিজিবির মালিকবিহীন ইয়াবা উদ্ধার টেকনাফে সাবরাং ট্যুরিজম পার্কে পাঁচ তারকা হোটেল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন টেকনাফ পৌরসভায় মূলধন বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুতি কর্মশালা সভা অনুষ্ঠিত

মনোনয়ন পেতে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ২৪ জন প্রার্থীঃ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ জানুয়ারী, ২০১৯

মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯ইং
সুত্রঃদেশের গর্জন
টেকনাফ প্রতিনিধিঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। গেল নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর টেকনাফে নির্বাচন নিয়ে বিএনপি একেবারে চুপ থাকলেও আওয়ামী লীগের প্রাথীরা আটঘাট বেঁধেই মাঠে নেমেছেন বেশ জোরেশোরেই। ইতোমধ্যেই মনোনয়ন যুদ্ধে নামার প্রস্তুতিও শুরু করেছেন নেতারা। আগামী মার্চে দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি ধরে নিয়েই দোয়া চেয়ে পোস্টার ও ফেস্টুন লাগাতে শুরু করেছেন অনেকেই। একই সঙ্গে দলীয় মনোনয়ন পেতে স্থানীয় এমপিদের কাছাকাছি ভিড়তে শুরু করেছেন উপজেলার নেতারা। বর্তমানে বিএনপি ও জাতীয় পার্টি খুব একটা সক্রিয় না থাকায় এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্ধী আওয়ামী লীগই লক্ষ করা যাচ্ছে। প্রার্থীরা উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের মন জয় করার জন্য নানাভাবে তদবির করে যাচ্ছেন। তারা দিন রাত সভা-সমাবেশ, উঠান বৈঠক ও নিজ নিজ দলের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন এলাকা উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আ’লীগের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে টেকনাফ উপজেলা আ’লীগের ২৭ জানুয়ারী বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। মনোনয়নের জন্য তিনটি পদে সাবেক ও বর্তমান ও নতুন প্রার্থী মিলিয়ে ২৫ জন প্রার্থী দলীয় নারী-পুরুষ প্রার্থীদের গুঞ্জন শুনা গেলেও কিন্তু চেয়ারম্যান প্রার্থীদের দলীয় চূড়ান্ত মনোনয়ন নিয়ে দলের অভ্যান্তরে চলছে স্নায়ু উত্তেজনা এবং নবীন আর প্রবীণদের মনোয়নের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। গতকালের বর্ধিত সভায় প্রার্থী বাছাইয়ে কোন ধরণের সিদ্ধান্ত হয়নি। তবে আজ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: আলী, সাধারণ সম্পাদক নুরুল বশর এবং কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রিয় সংসদ সদস্য অসহায় গরীব দুঃখি মেহনতী মানুষের এক মাত্র ঠিকানা আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি সিআইপি’র সিদ্ধান্তক্রমে প্রার্থী চূড়ান্ত করা হবে,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়। এ বছর উপজেলা নির্বাচনে যারা দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন তারা হলেন- চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলাপরিষদ সদস্য শফিক মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নুরুল বশর, শাহপরীরদ্বীপ ইউনিয়ন আ’লীগের সভাপতি সোনা আলী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জহির হোসেন এম এ, আ’লীগ নেতা দুবাই প্রবাসী কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে টেকনাফ পৌরসভার মহিলা কাউন্সিলর ও উপজেলা মহিলা আ’লীগের সভাপতি কোহিনুর আক্তার। টেকনাফ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং সাবেক টেকনাফ পৌর মহিলা কাউন্সিলর, টেকনাফ উপজেলা মহিলা আ’লীগের সাবেক সহ সভাপতি, বর্তমান পৌর আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মিজবাহার ইউছুপ’ (বিএ) টেকনাফ পৌরসভার বর্তমান ৭.৮.৯ ওয়ার্ড মহিলা কাউন্সিলর নাজমা আলম ও মনোয়ারা বেগম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দীন, টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোসেন রাজু, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরওয়ার আলম, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়ন বর্তমান মেম্বার শাহ আলম সিকদার, হ্নীলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইসলাম সিকদার, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ নুরুল হক, সাবেক যুবলীগ নেতা আবুল কালাম, শ্রমিকলীগ নেতা আবদুল গণি, পৌর আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, নির্বাচন কমিশন আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বলে নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় একটি পৌরসভা ও ৬ ইউনিয়নে প্রায় ১ লাখ ১৫ হাজার ভোটার সংখ্যা রয়েছে। এ ব্যাপারে বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ বলেন, আমি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও গুণগান গেয়ে এগিয়ে যাচ্ছি। আশা করছি এই নির্বাচনেও আমি দলীয় মনোনয়ন পাবো এবং দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবো। মনোনয়ন প্রত্যাশী কোহিনূর আক্তার দেশের গর্জন কে টেলিফোনে জানান,আমি মহিলা আওয়ালীগ সভানেত্রী,আমার ওয়ার্ড কমিটির নেত্রী পর্যন্ত জাতীয় নির্বাচনে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন যা টেকনাফের সবার জানা আছে। অনেক যোগ্য মহিলা আওয়ামীলীগে প্রার্থী আছে যারা আমাকে সম্মান জানিয়ে প্রার্থীতা ঘোষণা করেনি। হাজার ও নেত্রীও নারীদের আস্থা আমি এখন। এর আগে এই টেকনাফে মহিলা আওয়ামীলীগের কেউ চিনত না যেত না শহীদ মিনারে একটি ফুল দিতো না। আমিই প্রথম লোকালয়ে মহিলাআওয়ামীলীগের বার্তা ঘরে ঘরে পৌছাই দিয়েছি। তাই সমস্ত নারীদের আস্থা যেন ঠিকাই রাখতে পারি সে সহযোগীতা দলীয় সভার প্রতি সহযোগীতা কামনা করছি। আমাকে ঠেকানোর জন্য অনেকদিন ধরে কথিত কিছু চক্র আমাকে বিভিন্ন ভাবে তুলে ধরছে। আমি গুজবে কান না দিয়ে আমার মিডিয়ার সামনে জবাব দিতে আসা পর্যন্ত সবাইকে অনুরোধ জানায়। মনোনয়ন প্রত্যাশী টেকনাফ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ বি এ দেশের গর্জন কে টেলিফোনে জানান, আমি নৌকা প্রতীক মনোনয়ন পেলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে ভিশন ২০৪১ বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর এক মনোনয়ন প্রত্যাশী টেকনাফ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম দেশের গর্জন কে জানান ‘মানুষ এখন পরিবর্তন চায়। প্রবীণদের চেয়ে নবীনরা অনেক এগিয়ে। তাই এলাকার উন্নয়ন ও দলের স্বার্থে পুরনোদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেবেন। আমি ছাত্রলীগ থেকে হাটু হাটু পা করে আজ সেচ্ছাসেবকলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি আওয়ামীলীগের ত্যাগী নেতা, আশারাখি দল আমাকে মনোনয়ন

আপনার মন্তব্য দিন

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..