আবু সুফিয়ান’র পাঠানো ছবি ও তথ্য নিয়ে-
শব্দ বিন্যাস::মিজানুর রহমান মিজান ::মানবিক,সেচ্ছাসেবী সংঘটন মারোত’র চেষ্টায় মানসিক ভারসাম্যহীন ময়মনসিংহের আয়েশা ২ বছর পর ফিরে পেলো তার পরিবার।অসহায়, মানসিক ভারসাম্যাহীন পাগলদের নিয়ে কাজ করা এই সংগঠন ইতিমধ্যে এভাবে আরও ১৯ জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। মানসিক ভারসাম্যহীন হয়ে অনেকদিন যাবৎ পথে পথে খেয়ে না খেয়ে ঘুরে বেরিয়েছে পাগল আয়েশা ৷ ঘুরতে ঘুরতে যখন সাবরাং ইউনিয়নের নয়া পাড়া বাজারে চলে আসে তখন স্থানীয় সাবেক মেম্বার জনাব নূর মোহাম্মদ মেম্বার ও তাহার ভাতিজা বিশিষ্ঠ ব্যবসায়ী মোহাম্মদ হেলালের দৃষ্টিগোচর হলে তাহারা মহিলাটি কে নিজ হেফাজতে রেখে, সেচ্ছাসেবী সংঘটন মারোতের আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী কে জানায় ৷ তিনি গিয়ে মহিলার সাথে কথা বলার এক পর্যায়ে মহিলাটি ময়মনসিংহের গৌরীপুরের বলে জানায় ৷ সে সুবাদে মরোতের সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া ও আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী মিলে বোকাই নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করে তার সহায়তায় পরিবারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় ৷
এদিকে মহিলাটি অসুস্থ হয়ে পড়লে ঝুন্টু বড়ুয়া নিজ হেফাজতে রেখে চিকিৎসা সেবা দেন ৷ যানা যায় মহিলাটি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বোকাইনগর ইউনিয়নের বিবড়বাগ গ্রামের শামসুল ইসলাম প্রকাশ ময়নার স্ত্রী ৷বুধবার(৩১জুলাই)বিকালে মারোত এর উদ্যোগে সাবরাং নয়া পাড়া বাজারে এক পূর্ব পরিকল্পনাহীন সাদামাঠা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ তম মানসিক রোগী আয়েশাকে পরিবারের নিকট হস্তান্তর করে মরোত।
এ সময় আয়েশা কে তার স্বামী শামসুল ইসলাম ও ছেলে দেলোয়ার হোসাইন গ্রহণ করেন। সংগঠনের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি জনাব আবুল কালাম স্থানীয় সাবেক ইউপি সদস্য জনাব নুর মোহাম্মদ মেম্বার ৷
এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, উপদেষ্টা সাইফুল ইসলাম, সহ-সভাপতি ঝুন্টু বড়ুয়া, সাধারণ সম্পাদক রাজু পাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসাইন ভূইয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী,বস্ত্র সম্পাদক এমাদুল করিম রনি,সদস্য আব্দুল মাজেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।