মিল্টনের মৃত্যু যাত্রা!!
“””””'””””””””””ইমাউল হক পিপিএম
আবার!পুনরায়!বারবার ই!অনেক বার!একাধিক বার!একের পর !
সাব ইন্সপেক্টর মিল্টন সরকার ।দামুর হুদা থানা।না এ ছবি জীবিত নয়।
তার উত্তরাধিকার দু নয়নে তাকিয়ে আছে পিতৃ স্নেহের দিকে।কিন্তু যানবাহন এর টায়ারে র কাছে পিতৃ স্নেহের পরাজয় না শুধু তাকাতেই পারে শিশু স্নেহের পানে।
রোড এক্সিডেন্ট নতুন নয়।নিয়মিত ।রাস্তায় যারা আইনশৃঙ্খলা রক্ষাকরে তাদের ও মারে।
বেপরোয়া চালক!মুহূর্তে র মধ্যে মিল্টন এর সন্তান কে ইতিম, স্ত্রী কে বিধবা, পিতার কাঁধে লাশের ভার!
অনাদিকাল চলছেই !থামছে না।অবাক, আশ্চর্য ও বটে!
মৃত্যু সংবাদ পড়ে বসে বসে কানতে ছিলাম ।শুধু ইউনিফর্মের মিল আছে তাই।পিতৃ কোলের শিশু বুঝতে ই পারে নি তার পিতা গাড়ি র চাকায় পিষ্ট ।
হাসতে হাসতে পিতার বিদায় দিবে।
কিন্তু স্ত্রী, পিতা?
এ কেমন! রাস্তায় গাড়ি চালালে ই কি মানুষ মারতে হবে।ভাগ্যি স নামী দামী মহাজন, মহা কেউ মরে নি ।পুলিশ মরছে
ইতিপূর্বে ও পুলিশ নিহত হয়েছে।সবাই কে সতর্ক থাকতে হবে ।কিন্তু মরনের এ পন্হা থেকে চালকদের বের হয়ে আসতে হবে।শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।
গতির জন্য নহে ।জীবনের জন্য যাত্রা ।
লেখক:ইমাউল হক পিপিএম