মিজানুর রহমান মিজান
মুজিব’বর্ষের শুরুতে প্রথমবারের মতো বিশ্বজয়ে অভিনন্দন জানিয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বিএ।ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ জয় করায় বাংলাদেশ যুব ক্রিকেট দলকে এ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তিনি।রোববার (০৯ ফেব্রুয়ারি)ভেরিফাইড ফেসবুক ফেইজে জুনিয়র টাইগারদের বিশ্বকাপ জয়ে এ অভিনন্দন জানান সাবেক ছাত্রনেতা ও টেকনাফ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন বিএ।
অভিনন্দন বার্তায় বাংলাদেশ যুব ক্রিকেট দলের এ বিজয়কে মুজিব বর্ষের অন্যতম বিজয় হিসেবে আখ্যায়িত করে নুর হোসেন বিএ বলেন এখন আমরাও পারি বিশ্বজয়ের ইতিহাস গড়তে,তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ এখন বৈশ্বিক জয়ের দেশ।
প্রিয় দেশের তরে এভাবে আরও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সেরাটা দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখুন এ আশাবাদ ব্যক্ত করে তিনি জুনিয়র টাইগারদের ধারাবাহিক সফলতা কামনা করেন।তিনি আরও বলেন -এটিই বাংলাদেশের প্রথম বিশ্ব শিরোপা জয়।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের ফাইনালে ভারতকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো স্বপ্নের শিরোপা স্পর্শ করতে সক্ষম হয় টিম টাইগার। ফাইনালে ভারতের দেওয়া ১৭৮ রানের টার্গেটে ৪১ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৬৩ রান। বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় বাংলাদেশের লক্ষ্য নেমে আসে ১৭০ রানে। সেই লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। এতে বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতল বাংলাদেশ।