মিজানুর রহমান মিজান
আগামী ১৭মার্চ মঙ্গলবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উৎযাপনে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলার ৪নং সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাঙ্গালী জাতীর বহুল আখাঙ্খীত বিশেষ এ দিবসটি সফল ও সার্থক করবার লক্ষ্যে ইউনিয়ন সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান বিএ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালন করবে।
এক ব্রিফিংয়ে ইউনিয়ন সভাপতি আবুল কালাম জানান-বাঙ্গালী জাতীসত্তা ও দেশপ্রেমে উদ্ভোদ্ধ হয়ে বাংলার শোষিত মানুষের অধিকার আদায়ে জাতীর জনকের ত্যাগ বাংলাদেশের ইতিহাসে চির ভাস্কর হয়ে থাকবে।বাঙ্গালী জাতীর প্রতিটি দিনকে স্বাধীন ও উৎসবে পরিনত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান বিএ জানান-এ বিশেষ দিবস পালনে সাবরাং ইউনিয়ন আওয়ামীগের আগামী ১৭মার্চ সকাল ৯ঘটিকায় সাবরাং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী কেক কাটা হবে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন,আলোচনা সভা,খতমে কোরআন,মিলাদ ও সবশেষে আত্মার মাগফের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মঙ্গলবার ১৭ মার্চ মুজিব জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে (মুজিব বর্ষ) সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সাবরাং ইউনিয়নের আওতাধীন সাংগঠনিক ওয়ার্ডের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মী, ছাত্র লীগ, যুবলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সমর্থক শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বিএ।