করোনা কালীন সময়ে হারিয়ে ফেলা দেশী বিদেশী সব মানুষের প্রতি সম্মান ও ভালোবাসা আর যারা বেঁচে আছেন তাঁদের জন্য শুভকামনাঃ
যদি বেঁচে যায়
মুনিরা সুলতানা মিলি
জীবনের চেয়ে মুল্যবান কিছু নয়,
হারাই হারাই আজ মনে জাগে ভয়!
ভাইরাস নাকি মানবতার হবে জয়?
স্হবির হয়েছে জগত সংসার; রক্তচক্ষু এমন আঁধার;
পূর্নিমার চাঁদ আজ আকষর্ণহীন;
নুয়ে পড়ে জোৎস্না মিশেনা কোথাও। তেলে আর জলে;নিশ্চুপ ঢেউ খেলে!
কোলাহল থেমে গেছে ব্যস্ত রাস্তায়
নিজের নিঃশ্বাসকেও ভয় হয় ;
দ্বিধা আর দ্বন্ধ, দূরত্বের মাপজোক
“ইয়া নফসি”, “ইয়া নফসী”।
এই মহাশোক!
বৃদ্ধের ঝাপসা চাহনী আরো
ঝাপসা হয় চোখের জলে!
রুক্ষ খসখসে কুচকানো হাতগুলো
ভালোবাসার স্পর্শ পেতে চায়।
কোন এক শুন্যঘরে।
কেউ কোথাও নেই। বোবা চাহনী ঘুরে ফিরে চারিধার। দরজার এপাশ ওপাশ।প্রিয়জনের খোঁজে!
প্রিয়জনহীন শিয়রে আজ
মাথার উপর নেই কারো মমতার হাত;
অস্পৃশ্য এই জীবন।চোখের পলকে।
মৃত্যুকে এড়ানো যে দায়!
তাতো জানি, কিন্তু হায়!
এমন এক মৃত্যু?
মনের সাথে চলে যুদ্ধ, বিবেকের।সময়ের দোলাচলে।
আরো যেতে হবে কতদূর!কে জানে!
প্রিয়জন হয়ে যায় একটি নাম্বার
বিদায় বেলায়, হয়নাতো দেখা,
এমন চিরযাত্রা, দেখেছে কে কবে?
এক একটি মৃত্যু সংবাদ
দুমড়ে মুচড়ে দেয় বুকের পাঁজর হৃদয়ের শিরা উপশিরা।
আতংক তাড়া করে ফিরে সবার,
ভারী বাতাস ঘুরে ঘুরে যায়!
একবুক হাহাকার।কষ্টের পাহাড়;
নির্ঘুম অস্হির রাত।
পিপাসা কাতর গলা।
মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
ভাইরাস নাকি মানবতার হবে জয়?
এ্যালবামে দেখি পুরোনো ছবিগুলো
ভিজে যায় চোখ। মায়াময় মুখ
স্মৃতিরা কাঁদায়, কখনো বা হাসায়
বেদনারা ছুঁয়ে যায়,আমার আকাশ!
লুকাই অশ্রু সান্ত্বনা দিবো বলে;
জমা রাখি কিছু তার;
যদি বেঁচে যায়
কোন এক সোনালী দিনে,
খুশীতে আনন্দ অশ্রু ঝরাবো বলে।।
টরোন্টো, কানাডা
মুনিরা সুলতানা মিলি