রঙের মানুষ
********** নুরুল ইসলাম মাহমুদ
হরেক রকম মানুষ আছে
এ পৃথিবী জুড়ে,
সাদা কৃষ্ণ হলুদ বর্ণ
দেখে এলাম ঘুরে ।।
ভিন্নতা সব চামড়ায় শুধু
রক্ত সবার লাল,
একেক দেশের একেক নীতি
জাত হয়ে যায় কাল ।।
জাত বেজাতের বায়না ধরে
করে মানুষ নির্যাতন,
এ সুযোগে প্রশাসন ও
করে তাদের সমর্থন ।।
শেওলা মার্কা লম্পট স্বভাব
আছে কিছু মানুষ,
পরের হিতে গাত্র জ্বলে
থাকতে চায়না খামোশ ।।
কম বুঋলেও বুঝে বেশি
দেখায় তেমন ভাব,
টোপ গিলিলে দেখা যায়
আসল জ্ঞ্যানের অভাব ।।
কীট পতঙের অভাব নেই
বর্তমান এই সমাজে,
মূর্খ লোকে ভুল ধরিবে
ইমাম সাহেবের নামাজে ।।