শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজার l
দেশের প্রথম ঘোষিত রেডজোন কক্সবাজার শহর। তাই বিচ্ছিন্নভাবে কক্সবাজার পর্যটন শহরে দ্বিতীয় দফায় ১৪ দিনের লকডাউন চলছে। গত ৬ জুন থেকে কক্সবাজার শহর রেড জোনের আওতায় ১০টি ওয়ার্ডে লকডাউন শুরু হয়। এছাড়া পর্যায়ক্রমে চকরিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলাসহ আরো দুটো পৌরসভা রেড জোন চিহ্নিত করে চলছে লকডাউন।
প্রথমবারের সারা দেশের সাথে সম্পূরক লকডাউনের চেয়ে কক্সবাজার জেলায় বর্তমানে চলমান লকডাউনের চিত্র ভিন্ন। কঠোর’ ভাবে পালনে বাধ্য করা হচ্ছে চলমান লকডাউন‘!
কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১০০৬ জন। এরই মধ্যো মারা গেছেন নারীসহ ২৫ জন।
এদিকে, এই লকডাউনে সপ্তাহে দুইদিন দরকারি দোকানপাট খোলা থাকলেও শহরে অন্যানয় দোকানপাটসহ সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার জরুরী প্রয়োজন ব্যতীত বন্ধ রয়েছে সব ধরণের যানবাহন। ঘরে আবদ্ধ রয়েছে সব ধরণের মানুষ। এতে লকডাউনের সুফল পাওয়ার প্রত্যাশা করছে সচেতন মহল।
করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় পর্যটন নগরী কক্সবাজার পৌর সভার ১০টি ওয়ার্ডকে রেড জোনভুক্ত করেছে প্রশাসন। ৫ জুন দিবাগত রাত ১২ টা থেকে দ্বিতীয় দফায় শহরে লক ডাউন শুরু হয়। শেষ হবে ২০ জুন রাত ১২ টায়।