প্রেস বিজ্ঞপ্তিঃ-
গত ২০ ডিসেম্বর-২০১৯ চট্টগ্রাম শহরের প্রথম আবাসিক বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠান পরিচালনা সংস্থা স্প্রেড ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান আল্হাজ্ব আব্দুল হাই মাসুমকে প্রধান উপদেষ্ঠা করে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটিসহ‘সিআরএসসি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ গঠন হয়। উক্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ২০২০-২০২১ সেশনের জন্য মোহাম্মদ মাইমুনুল ইসলাম রনি-কে (২০০১ ব্যাচ) সভাপতি, কামরুল ইসলাম শাকিল-কে (২০০২ ব্যাচ) সাধারণ সম্পাদক, মোহাম্মদ শফিকুল ইসলাম রিফাত-কে (২০১০ ব্যাচ) সাংগঠনিক সম্পাদক,হাসনাত মুকিম বিন হক-কে (২০০১ ব্যাচ) কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন- ফখরুল ইসলাম (২০১২ ব্যাচ) দপ্তর সম্পাদক, শাহীন সানি (২০০৭ ব্যাচ) প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাজ্জাদুল ইসলাম চৌধুরী (২০০৫ ব্যাচ) আপ্যায়ন সম্পাদক, মোহাম্মদ মামুন (২০০৫ ব্যাচ) সাংস্কৃতিক সম্পাদক, জাহিদুল ইসলাম (২০০৯ ব্যাচ) ক্রীড়া সম্পাদক, ডাঃ স্বাধীন সাখাওয়াত (২০০৪ ব্যাচ) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আবির ফয়সাল (২০০৮ ব্যাচ) তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তাহমিনা পারভিন (২০০১ ব্যাচ) মহিলা বিষয়ক সম্পাদক প্রমুখ।
নব গঠিত কমিটি আসন্ন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠান (রি-ইউনিয়ন) সুন্দর ও সুষ্ঠুরূপে সম্পন্ন করার উপর গুরুতারোপ করেন। বিশেষ করে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। সেইসাথে নবগঠিত কমিটিকে সার্বিক সহযোগিতা ও যে কোন বিষয়ে পরামর্শ দেয়ার জন্য সদস্যগণকে আহবান জানানো হয়।