” রোযা রাখি সবাই ”
*★*★*★*
নুরুল ইসলাম মাহমুদ
রোযা রাখি সবাই মিলে,রাজি করি স্রষ্টাকে
যাতে আল্লাহ মাফ করে, সকল মুসলিম জাতিকে।।
দু জাহানের মালিক তিনি,সে আমাদের রব
সব মুসিবত দূর করিতে, তিনি একাই সব।।
রোযা রাখার ফযিলত সব, একটুখানি বলি
বিজ্ঞান বলে রোযা নাকি,নীরোগ হওয়ার গলি।।
ভাল হয় গ্যাসট্রিক, আরো কঠিন আলসার
যদি মান ঠিক ভাবে, ধর্মীয় কালচার।।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আদায় করি তারাবীহ্
যিকির আযকার করি অঢেল, যপি হাজার তস্বীহ্।।
জিহ্বা হবে সংযত, গীবত হবে বন্ধ
বন্ধ হবে ঝগড়াঝাটি, বন্ধ হবে দ্বন্দ্ব।।
বলবনা মিথ্যা, হাসি তামাসা ঠাট্টা
স্রষ্টার ইবাদতে, কাটিয়ে দেব রাত টা ।।
ক্ষিদে যখন আসবে পেটে,ভয় কর স্রষ্টাকে
বদলা পাব নিশ্চয়ই আমরা,প্রবোধ দেব মনটাকে।।
ফরজ আমল মনে করে,রাখতে হবে রোযা
রোযা ছাড়া পুলসিরাত পার, হবে নাকো সোজা।।
যারা আছে পাপী বান্দা, তাদের কানে ঢুকবেনা
পূণ্য করা সকল লোকের, ভাগ্যে কভু জুটবেনা।।
ক্ষমা চাইব প্রভুর কাছে,সকল রোযাদার
রোযার উছিলায় মাফ করিবে,পাক পরওয়ার দেগার।।
তাংঃ ২৩.০৪.২০২০