শাহাজাহান চৌধুরী শাহীন | কক্সবাজার |
কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে আরও দুইজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজনের মধ্যে একজন গত রোববার ও অপরজন গত সোমবার মারা যান। তাদের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়ার পর ৯ জুন মঙ্গলবার বিকালে গণমাধ্যমের কাছে জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন রোহিঙ্গা।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা বলেন, ‘উখিয়া উপজেলার বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধের কাছ থেকে গত ৭ জুন করোনার নমুনা সংগ্রহ করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে ভর্তির আগেই ওই দিন রাতে তাঁর মৃত্যু হয়।
এছাড়া গত সোমবার সকালে উখিয়া কুতুপালং ৭ নাম্বার শরণার্থী শিবিরের বাসিন্দা ৫৮ বছর বয়সী একজন রোহিঙ্গা করোনা উপসর্গ নিয়ে স্থানীয় এএসএফ হাসপাতালে ভর্তি হলে দুপুরে তাঁর মৃত্যু হয়।’
তিনি আরো বলেন, ‘এ দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট না আসায় সেই সময় করোনার বিষয়টি প্রকাশ করা হয়নি। সোমবার তাদের নমুনা পরীক্ষায় মঙ্গলবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মৃত দুজনের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তবে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী করোনায় মারা যাওয়া রোহিঙ্গা শরণার্থী রোগীদের নাম প্রকাশ করেননি।
অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা আরো বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিনজন। ৩০ মে উখিয়া কুতুপালং রেজিস্ট্রার্ড শরণার্থী শিবিরের বাসিন্দা ৭১ বছর বয়সী এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যান। এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে করোনায় আক্রান্ত হয়েছে ৩৫ জন রোহিঙ্গা। এর মধ্যে সুস্থ হয়েছে দুজন এবং ৩০ জন চিকিৎসাধীন আছেন।