শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।
র্যাবের মাদক বিরোধী অভিযানে ১ হাজার ৯ শত ২০ পীচ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক নয় লক্ষ ষাট হাজার টাকা।
১২ জুন (শুক্রবার) তিনটায় টেকনাফ থানার হোয়াইক্যং বাজার এলাকার কক্সবাজার-টেকনাফ রাস্তার উপরে এ অভিযান চালানো হয়। অভিযানে রামু থানার কুনিয়া পালং ইউনিয়নের দাড়িয়ার দিঘি এলাকার সিরাজুল হকের ছেলে মোঃ মাহমুদুল হক (২৫) কে আটক করা হয়।
অভিযানের সত্যতা নিচ্ছিত করেছেন র্যা ব-১৫ এর গনমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে ইয়াবা ক্রয়-বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিয়ে অভিযান চালানো হয়।
ধৃত ব্যক্তিকে ইয়াবাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।