নুরুল আবছার । টেকনাফ ।
করোনা মহামারীর কারণের টেকনাফ পৌরসভা কে রেড জোন হিসেবে চিহ্নিত করে ইতিমধ্যে লকডাওন করা হয়েছে। কিন্তু টেকনাফের বাকি ছয়টি ইউনিয়ন লকডাউন এর আওতায় নেই। সেখানে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। যার কারণে টেকনাফ পৌরসভা লাগডাওনের আওতায় থাকলেও ইউনিয়নগুলো খোলা থাকলে কাজের কাজ কিছু হবে না বলে অভিমত প্রকাশ করেছেন সচেতন মহল।
কেননা লগডাওনের কারণে টেকনাফ পৌরসভার ভেতরে যানবাহন চলাচলে কড়াকড়ি করা হলেও পৌরসভার বাহিরে যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। যার কারনে ইউনিয়নের অনেক লোকজন পৌরসভার ভেতরে প্রতিনিয়ত আসছে ।
পৌরসভার যে সকল পয়েন্ট সমূহে কমিউনিটি পুলিশিং এর স্বেচ্ছাসেবক অবস্থান করছে। এ সকল পয়েন্টগুলো কে এড়িয়ে অন্যান্য পয়েন্ট সমূহ দিয়ে প্রতিনিয়ত ইউনিয়নের লোকজন পৌরসভায় অনুপ্রবেশ করছেন ।
তাই করোনা ভাইরাস কে যথাযথ প্রতিরোধ করার জন্য টেকনাফ পৌরসভার ন্যায় টেকনাফ পৌরসভার আশেপাশের ইউনিয়নসমূহ কে ও লকডাউন এর আওতায় আনতে হবে বলে মনে করেন সচেতন মহল।
না হয় ইউনিয়নের লোকজন পৌরসভায় অনুপ্রবেশে আরো কড়াকড়ি আরোপ করতে হবে।
যদিও স্বস্তির খবর হচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত সেন্টমার্টিন ইউনিয়ন এখন ও করোনা মুক্ত রয়েছে।