মিজানুর রহমান মিজান।
বাংলাদেশের সংগীতের সম্রাট, সুরের যাদুগর,শিল্পি বানাবার ম্যাজিক ম্যান সবার প্রিয় “আহমেদ ইমতিয়াজ বুলবুল” চলে গেলেন না ফেরার দেশে।
জনপ্রিয় এই শিল্পীর নিজেই গেয়ে গিয়েছিলেন ‘পৃথিবী তো দু’দিনের বাসা, দু’দিনের ভাঙে খেলাঘর’। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে চলে যেতে হলো সেই দু’দিনের পৃথিবী ছেড়ে।অসংখ্য শিল্পির অনুপ্রেরণার দৃষ্টান্ত বুলবুল স্যার ব্যাক্তিগত জীবনে নম্র,ভদ্র, মিষ্টিবাসিও অসাধারণ ব্যাক্তিত্বের অধিকারী ছিলেন। অসংখ্য কালজয়ী গানের কথা ও সুরস্রষ্টা। পরপারে ভালো থাকেন ।।