মিজানুর রহমান মিজান ::টেকনাফ সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সন্তোষ কুমার শীল’র স্বরচিত কবিতা ‘মুজিব তোমার জন্য”
পদার্থ বিজ্ঞানে পাঠদানে কর্মরত থাকলেও বাংলা সাহিত্যের প্রতি নিবিড় ভালোবাসা ও হিয়ায় ধারণ পালন,পোষন করেন বাংলা,বাংলাদেশ ও বাংলাদেশের অপরুপ নৈসর্গিক সুন্দর্য্য কে।রচনা করেন অগনীত কবিতা, প্রবন্ধ,ছোট কবিতা।স্থান পায় জন প্রিয় মাধ্যমে কাগজের দৈনিকসহ মিডিয়াতে।অধ্যাপনার পাশাপাশি সম্পৃক্ত আছেন মানবিক ও জনসেবামূলক কর্মকান্ডে।সৃজনশীলতার অভিপ্রায়ে জীবনমূখী সৃষ্টির ছোট্র প্রয়াস নিবেদন করলাম সম্মানিত প্রিয় পাঠকেরজন্য ::-
মুজিব তোমার জন্য
********************
সন্তোষ কুমার শীল
ছয় দফারই ছয়টি বোতাম
শেখ মুজিবের কোটে
সত্তর সালের নির্বাচনে
জিতেন বিপুল ভোটে।
তবুও যখন পাননি আসন
সাতই মার্চে দিলেন ভাষণ
সতেজ ভাষণ শুনে মানুষ
সজাগ হয়ে ওঠে।
ন’ মাস পরে স্বাধীনতা
বাংলাদেশে ফোটে।
স্বাধীনতার জন্য যিনি
দিলেন শ্রম ও ঘাম
চিরতরে মুছে দিতে
সেই মানুষের নাম
পঁচাত্তরেরর আগস্ট মাসের
পনের তারিখ রাতে
বঙ্গবন্ধু নিহত হন
বিপথগামীর হাতে।
পাষানেরা ছুড়লো গুলি
শেখ মুজিবের উড়লো খুলি
শেখ রাসেলও পড়লো সেদিন
ঘাতক চক্রের ফাঁদে
মুজিব তোমার জন্য আজো
সব মানুষই কাঁদে।
——————