ডেইলি টেকনাফ প্রতিবেদকঃ–
কক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ কক্সবাজার ডটকম এর সম্পাদক শাহজাহান চৌধুরী শাহীন’র জন্মদিন আজ।
১৯৭৯ সালের ১০ জানুয়ারী কক্সবাজার সদরের ইসলামপুর নাপিতখালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
ছাত্র জীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা-লেখির পাশাপাশি কবিতা ও ছোট গল্প ও লিখেছেন। পেশাগত জীবনে নিউজ কক্সবাজার ডটকম সম্পাদনার পাশাপাশি বেশ কয়েকটি জাতীয় দৈনিকেও কাজ করেছেন। স্যাটেলাইট টেলিভিশন কলকাতা টিভি (ইন্ডিয়া), দৈনিক সংবাদ প্রতিদিন, বার্তা সংস্থা এনবিএস ও ইউরো বাংলা টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং অনলাইন টেলিভিশন কক্স টিভির চীফ নিউজ এডিটর ও প্রতিশ্রুতি যুব সংঘের সভাপতির পদের দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।
জন্মদিনে ডেইলি টেকনাফ ডটকম’র পক্ষ থেকে প্রিয় সম্পাদককে জানাই প্রাণঢালা অভিনন্দন।
জন্মদিনে আমাদের প্রত্যাশা- জীবনের বাকি সময়গুলো দেশ ও জাতির কল্যানে আপনার কলম আরো শাণিত হবে।