ডেইলি টেকনাফ
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিদেশ থেকে আগত সকলকে হোম কোয়ারাইন্টান নিশ্চিত করতঃ সঠিক তথ্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ভূল তথ্য প্রদান করে স্বাস্থ্য বিভাগ/ সরকারকে বিভ্রান্তি না করার জন্য অনুরোধ করা হইল।
পরিশেষে মহান করুণাময় সকলের মঙ্গল করুন, সকলেই নিরাপদে থাকুন, অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সব সময় সাবান পানি দিয়ে হাত ধুয়ার অভ্যাস করুন, মুখে মাস্ক ব্যবহার করুন। সাধারণ সর্দি- কাশি, হাঁচি হলেই হাসপাতালে না এসেই নিম্ন ঔষধ সেবন করুন:
Tab. Paracetamol(Napa) 500mg
1+1+1= 5 days, if temp. > 100′ f
Tab. Fexofenadin(Fexo) 120 mg
0+0+1= 10 days
Tab. Famotidin( Yamidin) 20 mg
1+0+1= 10 days
Tab. Ascorbic Acid( Ceevit) 250 mg
1+0+1= 10 days chewable.
Antazol nasal drop 0.1 %
২ ফোটা- ২ নাকে- দৈনিক ৩ বার।
উপদেশঃ-
১). বিশ্রাম থাকবেন ৭-১০ দিন।
২). কুসুম গরম পানিতে লবণ মিশ্রিত করে গড়গড়া করবেন দৈনিক ৩-৪ বার।
৩) মাস্ক ব্যবহার করুন।
৪) হ্যান্ড গ্লোব ব্যবহার করুন।
৫) পরিবারের সদস্যদের সংম্পর্শে আসবেন না।
অনুরোধক্রমেঃ-
ডাঃ টিটু চন্দ্র শীল
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স, টেকনাফ।